বিএসটিআইয়ের মানচিহ্ন দেখে পণ্য ক্রয় করতে গণবিজ্ঞপ্তি
সুস্থ জীবন নিশ্চিত করতে বাধ্যতামূলক পণ্য মানচিহ্ন দেখে ক্রয় করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পাশাপাশি সংস্থাটি বলছে, কৃষি ও খাদ্য, রসায়ন, পাট ও বস্ত্র, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স এবং প্রকৌশল সংশ্লিষ্ট ২২৯টি পণ্য বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত।
সম্প্রতি এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসটিআই।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের মানসনদ বা ছাড়পত্র নেওয়া ব্যতীত এসব পণ্য বিক্রি, বাজারজাত, বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার ও আমদানি করা দণ্ডনীয় অপরাধ। সে ক্ষেত্রে বাধ্যতামূলক পণ্যে বিএসটিআইয়ের মানচিহ্ন দেখে ক্রয় করুন, সুস্থ জীবন নিশ্চিত করুন।
এতে আরও বলা হয়, পণ্যের মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন দৃশ্যমান হতে হবে। বিএসটিআই থেকে মানসনদ নেওয়া পণ্যের বাণিজ্যিক প্রচার বা বিজ্ঞাপনের ক্ষেত্রে বিএসটিআই অনুমোদিত কথাটি উল্লেখ থাকতে হবে। এছাড়া পণ্যের মোড়কে ঘোষিত নিট ওজন/পরিমাণ/সংখ্যার ডান পার্শ্বে 'বি' লোগো (মার্ক) ব্যবহার করতে হবে।
পরিমাপের সব ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি (ওজনের ক্ষেত্রে- মেট্রিক টন, কুইন্টাল, কেজি, গ্রাম ইত্যাদি, তরল পদার্থের ক্ষেত্রে- লিটার, মিলিলিটার ইত্যাদি এবং দৈর্ঘ্যের পরিমাপের ক্ষেত্রে- মিটার, সেন্টিমিটার ইত্যাদি) ব্যবহার করতে হবে।
এনএইচ/আরএডি/এমএস