বর্ধমান বিস্ফোরণ : জড়িত সন্দেহে বাংলাদেশে আটক ৩
ভারতের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশে`র (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়ে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- নূর হোসেন ওরফে রফিকুল ইসলাম (২৬), ইয়াসির আরাফাত (২২) ও ওমর করিম (২৫)। তাদের কাছ থেকে পাঁচটি ডেটোনেটর, দুটি জেল-বোমা এবং বিস্ফোরক তৈরির উপাদান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্ধমান বোমা বিস্ফোরণের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা মিয়ানমারের নাাগরিক। তারা রোহিঙ্গা জঙ্গি। মিয়ানমারের জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও), আরাকান রোহিঙ্গা ইউনিয়নের (এআরইউ) সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের সঙ্গে জেএমবি’র সংশ্লিষ্টতা রয়েছে।