আকাশ সমিতির সভাপতি তপন, সম্পাদক দেবদুলাল
সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রকল্প পরিচালক দেবদুলাল ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করেছে দ্য আকাশ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নয় সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অব) সুবোধ চন্দ্র ঢালী, যুগ্ম সম্পাদক গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ নিহার রঞ্জন দাস এবং কোষাধ্যক্ষ এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মৃণাল কান্তি দেব।
নতুন কমিটির চার নির্বাহী সদস্যরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. হরষিত কুমার পাল, ব্যবসায়ী নিরঞ্জন পাল মনা, সুপ্রিম কোর্টের আইনজীবী তরুণ কুমার গুহ ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশের (কাল্ব) সহকারী নিরীক্ষা ব্যবস্থাপক উৎপল কুমার অধিকারী।
শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর ভিশন ২০২১ টাওয়ারের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিখা রানী পালের পক্ষে নতুন কমিটিকে শপথ পাঠ করান ব্যবসায়ী নির্মল কুমার চ্যাটার্জি। এর আগে নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক পলাশ চন্দ্র ব্যাপারী। এরপর প্রত্যেককেই উত্তরীয় পরিয়ে দেন সাবেক যুগ্ম সচিব সুনীল কুমার পাল। আগামী ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ থাকছে এ কমিটির।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানান হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ। এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে এই সমিতির সদস্য হওয়ার হওয়ার ঘোষণা দেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর সভাপতি তপনকান্তি সরকার বলেন, প্রযুক্তির শক্তিতে এবার পুরো সমবায় সমিতিকে পুনর্জন্ম দিতে কাজ করবো আমরা। শুরুতেই ওয়েব সাইট ও সমিতির সদস্যদের ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমিতির সব কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সময়, ব্যয় কমিয়ে প্রাণবন্ত করতে সবাইকেই নিয়ে একসঙ্গে কাজ করবো।
এইচএস/আরএডি