ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রানা প্লাজা ধসের ‘খবর প্রচারে’ ব্যবসা হাতছাড়া

প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভবন ধসের ঘটনা অর্থাৎ রানা প্লাজা ধসের খবর প্রচারের কারণে দেশের ব্যবসা হাতছাড়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার স্পিকার ফজলে রাব্বি মিয়া। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘রানা প্লাজার খবর প্রচার করার কারণে আমরা কী ক্ষতিগ্রস্ত হয়েছি তা জানেন। আপনারা আমাদের ব্যবসা হাতছাড়া করলেন। আমাদের গার্মেন্টস শিল্পের মার্কেট দখল করে নিয়ে গেছে ভারত, শ্রীলংঙ্কা, থাইল্যান্ড ও চীন।’

শনিবার দুপুরে ডেইলি স্টার ভবনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্থানীয় সরকারের সকল স্তরে ও জাতীয় সংসদে প্রতিবন্ধিদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ভিজ্যুয়াল ইম্পেয়ার্ড সোসাইটি (ভিপস)। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম ও কবি কাজী রোজী।

রানা প্লাজা ধসের পর বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা ও টুইন টাওয়ারে হামলার পর সিএনএন ও আল-জাজিরার মতো গণমাধ্যমের ভূমিকার তুলনা করে তিনি বলেন, ‘আপনারা শুধু লেখেন সরকারের সময় রানা প্লাজ ধস হয়েছে। টেলিভিশন প্রতি এক মিনিট পর পর দেখিয়েছে রানা প্লাজা ধসের খবর। কিন্তু ১/১১ এর সময় আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের পরে সিএনএন, আল জাজিরা কত সেকেন্ড প্রচার করেছিল?

সাংবাদিকদের উদ্দেশে ফজলে রাব্বী আরো বলেন, ২০১৪ সালে এবং ২০১৫ সালের প্রথম তিন মাসে দেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা আপনারা লিখুন। কারা, কেন এই ক্ষতি করেছেন আপনারা লিখতে পারেন না?

সাংবাদিকদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘আমরা ছোট কথা বললেও সেটা ফলাও করে প্রচার করেন, আবার যত ভাল কাজ করি তা তত ছোট করে লেখেন। আপনারা লিখুন কারা এখনো সরকারি গাড়ি-বাড়ি ব্যবহার করে সুপ্রিম কোর্টে মানবতাবিরোধীদের পক্ষে দাঁড়ান। কারা ইসলামের নামে মানুষ হত্যা করে। কার সময়ে ইসলামের জন্য কত টাকা খরচ করেছেন। আপনারা একটি জরিপও করতে পারেন। আপনারা লিখুন কোন সরকারের আমলে ইসলামের জন্য কত টাকা ব্যায় করা হয়েছে। এগুলো আপনার লিখুন।’  

Deputy
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রকাশিত কিছু সংবাদের জন্য সম্প্রতি ভুল স্বীকার করে আলোচিত-সমালোচিত হওয়া ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিষয়ে তিনি বলেন, ‘মাহফুজ আনাম খুব ভালো সাংবাদিক। তাকে আমরা সম্মান করি। তাকেও কিন্তু দুঃখ প্রকাশ করতে হয়েছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করানোর ব্যাপারে। তাকে ধন্যবাদ দেই, তার স্বীকার করার সাহসের কারণে। তবে মাহফুজ আনাম যে ক্ষতিটি দুই বছরে আমাদের দেশের জন্য করেছেন, সেটা কিন্তু ২০ বছরেও পূরণ হবে বলে আমি মনে করি না।’

ফজলে রাব্বি মিয়া বলেন, ‘আপনার বলেন, দুটি রাজনৈতিক বড় দল। তার মধ্যে একটি আওয়ামী লীগ। তবে আমার দৃষ্টিতে বিএনপি রাজনৈতিক দল নয়, এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। তাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। জিয়াউর রহমান কাদের নিয়ে দল করলেন। যে শাহ আজিজ স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে বক্তব্য দিয়েছিলেন তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।

এফএইচ/এনএফ/আরআইপি