ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মৃত্যুর সঙ্গে হেরেই গেল জিহাদ

প্রকাশিত: ০১:০১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

মাস খানেক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার হেরে গেল মোহাম্মদ জিহাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যায় সে।

ঢামেক এনেসথেসিয়া বিভাগের বিভাগীয় ও আইসিইউ প্রধান অধ্যাপক ডা. আবদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকাল থেকেই জিহাদের শারীরিক অবস্থা অবনতি ঘটতে থাকে। পরে বিকেল সাড়ে ৪টায় মৃত্যুবরণ করে এগারো থেকে বারো বছর বয়সী ওই ছেলে।

সূত্র জানায়, গত ১১ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর সার্কেল চত্বরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয় জিহাদ। মাথায় তীব্র আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয় তার। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে স্থানীয় লোকজন তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে ‘অজ্ঞাত কিশোর’ পরিচয়ে তাকে ঢামেকে ভর্তি করা হয়।

গত ২৮ জানুয়ারি অজ্ঞাত ওই কিশোরের পরিচয় পাওয়া যায়। তার বাবার নাম নিরব হোসেন, পেশায় রিকশাচালক।

জিহাদকে নিয়ে গত ২৩ জানুয়ারি ‘মৃত্যুপথযাত্রী ছেলেটির পাশে নেই কোনো আপনজন’ শিরোনামে প্রতিবেদন করে জাগো নিউজ। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বাংলাদেশি বংশোদ্ভুত মডেল, বৈমানিক, মিস আয়ারল্যান্ড ও মিস আর্থ-২০১৬ এর সেকেন্ড রানার আপ মাকসুদা আক্তার প্রিয়তি।

এমইউ/এআর/একে/এবিএস

আরও পড়ুন