বিচারপতিদের আনুতোষিক হার বাড়ল
বিচারপতিদের অবসরে বাধ্যতামূলক সমর্পণের আনুতোষিক হার বাড়িয়েছে সরকার। তিনটি ক্যাটাগরিতে আনুতোষিকের হার বাড়িয়ে সরকার ২৩০ টাকা, ২৪৫ টাকা এবং ২৬০ টাকা করেছে।
সোমবার মন্ত্রি সভার নিয়মিত বৈঠকে আনুতোষিকে হার বাড়িয়ে দ্য সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন ও সুবিধা) অধ্যাদেশ (সংশোধন) আইন-২০১৪ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রী সভার নিয়মিত বৈঠকে সংশোধনীটির অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভুইঞা সাংবাদিকদের বলেন, বিচারপতিরা তাদের বেতন ও অবসর ভাতা পেয়ে থাকেন নির্ধারিত আইনের দ্বারা।
তিনি বলেন, বর্তমানে বিচারপতিদের অবসরের তিনটি ক্যাটাগরি আছে। বয়সের ভিত্তিতে এসব ক্যাটাগরি করা হয়েছে। এর একটি হচ্ছে, ৪০ থেকে ৪৫ বছরে অবসর, দ্বিতীয়টি, ৪৫ থেকে ৫০ বছর এবং তৃতীয় ধাপ হচ্ছে ৫০ বছরের ঊর্ধ্বে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যারা ৪০ থেকে ৪৫ বছর বয়সে অবসরে যাবেন, তারা বর্তমানে বাধ্যতামূলক সমর্পণের অর্থের প্রতি টাকার বিপরীতে ২৩০ টাকা আনুতোষিক পাচ্ছেন। কিন্তু এটি বাড়িয়ে ২৬০ টাকা করা হয়েছে। যারা ৪৫ থেকে ৫০ বছর বয়সে অবসরে যাবেন তারা আনুতোষিক পাবেন ২৪৫ টাকা হারে। বর্তমানে এটি ২১৫ টাকা। আর ৫০ বছরের ওপরে যারা অবসর নেবেন, তাদের আনুতোষিক হবে ২৩০ টাকা। বর্তমানে পান ২১৫ টাকা।
ব্যাখ্যা করে সচিব বলেন, প্রধান বিচারপতির বেতন হচ্ছে ৫৬ হাজার টাকা। তার বাধ্যতামূলক আনুতোষিক ৮০ শতাংশ ধরে হবে ৪৪ হাজার ৮শ টাকা। এর অর্ধেক ২২ হাজার ৪০০ টাকাকে ২৩০ টাকা হারে আনুতোষিক হিসাব করলে ৫১ লাখ ৫২ হাজার টাকা এককালীন পাবেন। আর বাকি অর্ধেক মাসিক হারে পাবেন।