ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রজতজয়ন্তী

২৫ বছরে ৯ লাখ ৭৭ হাজার ব্যাগ রক্ত দিয়েছে ‘বাঁধন’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৫ পিএম, ২৩ অক্টোবর ২০২২

গত ২৫ বছরে সারাদেশে প্রায় ৯ লাখ ৭৭ হাজার ব্যাগ রক্ত বিনামূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সবচেয়ে বড় সংগঠন ‘বাঁধন’। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এ সংগঠনটি দেশে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিয়েছে।

‘বাঁধন’ এর ২৫ বছর পূর্তি উদযাপন হচ্ছে আগামীকাল সোমবার। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে সংগঠনটির সব ইউনিটের পক্ষ থেকে আনন্দ র‍্যালির আয়োজন করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ‘বাঁধন’ কেন্দ্রীয়
পরিষদ এক বর্ণাঢ্য র‍্যালি বের করবে। র‍্যালির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল থেকে বাঁধনের যাত্রা শুরু হয়। গত ২৫ বছরে ছাত্রদের দ্বারা পরিচালিত এ সংগঠনটি দেশে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিয়েছে। এরই মধ্যে ২৫ বছরে ‘বাঁধন’ ৯ লাখ ৭৭ হাজার ব্যাগ রক্ত বিনামূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে।

চলতি বছর সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষে সারাদেশে প্রায় ৮০ হাজার মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিশেষ রক্তদান কর্মসূচি, ২৫ হাজার বৃক্ষরোপণ, এক হাজার দরিদ্র শিক্ষার্থীর জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা আয়োজন করা হয়েছে। সহজে মানুষের কাছে বিনামূল্যে রক্ত পৌঁছে দিতে সংগঠনটি তৈরি করেছে ‘বাঁধন অ্যাপ’।

সংগঠনটি নিজস্ব কর্মতৎপরতার মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার পেশাদার ও মাদকাসক্তদের রক্ত বাণিজ্য প্রায় শূন্যের কোটায় নামিয়ে এনেছে। সংগঠনটির দাবির পরিপ্রেক্ষিতেই দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রে রক্তের গ্রুপ লেখা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে রক্তদানের মতো মহৎ কাজে অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে দেশের মানুষকে এইডস, হেপাটাইটিস-বি’সহ অনেক রক্তবাহিত রোগ থেকে রক্ষা করে চলছে ‘বাঁধন’।

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন- এ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে বর্তমানে দেশের ৫৩টি জেলা, ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৫৯টি বিশ্ববিদ্যালয় কলেজে মোট ৭৬টি ইউনিটে কাজ করছে বাঁধন।

আগামী ২৮ অক্টোবর রজতজয়ন্তী উপলক্ষে সারাদেশের প্রায় দুই হাজার কর্মীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মিলনমেলারও আয়োজন করা হয়েছে।

আরএসএম/এমকেআর