ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রশ্নফাঁসে বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২১ অক্টোবর ২০২২

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ফলে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। তার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। পরবর্তীসময়ে এ পরীক্ষার তারিখ নির্ধারণ হলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে বিমান।

এদিকে, পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। তবে কিছুক্ষণ পর প্রার্থীরা কেন্দ্র থেকে চলে যান।

এ বিষয়ে জানতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

পরে সংস্থার আরেক মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

এমএমএ/এএএইচ/এএসএম