ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই

প্রকাশিত: ০৪:০৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৪

বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী অার নেই। রোববার রাত সাড়ে ৮টার দিকে আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের চতুর্থ দিনে বক্তব্য দেওয়ার পর তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে সিএমএইচে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

উচ্চাঙ্গ সংগীত উৎসবের আয়োজকরা জানান, বক্তৃতা করার সময় শিল্পী কাইয়ুম চৌধুরী হঠাৎ মাথা ঘুরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় মাথার পেছনে আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গেই তাকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়‍া হয়।

১৯৩৪ সালের ৯ মার্চ ফেনীতে জন্ম নেওয়া কাইয়ুম চৌধুরী ১৯৫৪ সালে ঢাকা আর্ট কলেজ থেকে ফাইন আর্টসে ডিগ্রি নেন।