ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডেমরায় দুই মানবপাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৮ অক্টোবর ২০২২

রাজধানীর ডেমরা এলাকা থেকে দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। গ্রেফতাররা হলেন- কবির চৌধুরী (৩৮) ও তার সহযোগী ইমরান হোসেন (৩৩)। গ্রেফতাররা ভিজিট ভিসার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে মানবপাচার করতেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই। তারা সংযুক্ত আরব আমিরাতে ফাইভস্টার হোটেলে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, বিনামূল্যে থাকা-খাওয়াসহ লোভনীয় প্রস্তাব দিয়ে মানুষকে প্রলুব্ধ করতেন। এরপর ভিকটিমের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাদের ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে পাঠাতেন। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছার পর তাদের সহযোগীরা ভিকটিমদের পাসপোর্ট ও ভিসা নিয়ে একটি রুমে আটকে রাখতেন। পরে ভিকটিমদের শারীরিক ও মানসিক নির্যাতন করে তাদের কাছে আরও টাকা দাবি করতেন। ভিকটিমদের পরিবার থেকে চাহিদা অনুযায়ী টাকা পাওয়ার পর অভিযুক্তরা মোবাইলফোন বন্ধ করে রাখতেন।

এরপর ভিকটিমের পরিবার অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তখন তারা বিভিন্ন টালবাহানা শুরু করতেন। এমনকি তারা ভিকটিমকে ভয়ভীতি দেখাতেন ও প্রাণনাশের হুমকি দিতেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় র‌্যাব।

আরএসএম/কেএসআর/এমএস