মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।
প্রধানমন্ত্রী মাসুম আজিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান মাসুম আজিজ। তার বয়স হয়েছিল ৭০ বছর।
১৯৫২ সালে পাবনায় জন্মগ্রহণ করেন মাসুম আজিজ। অভিনয়ের জন্য মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে তার। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ অভিনয় জীবনে চার শতাধিক নাটকে কাজ করেছেন মাসুম আজিজ।
অভিনয়শিল্পী পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।
‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। শিল্পকলার অভিনয় শাখায় তার অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক লাভ করেন।
বিএ/এমএস
টাইমলাইন
- ০৯:৫৩ পিএম, ১৮ অক্টোবর ২০২২ পাবনায় চিরনিদ্রায় শায়িত অভিনেতা মাসুম আজিজ
- ০৮:৪৩ পিএম, ১৭ অক্টোবর ২০২২ মাসুম আজিজের মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি: মেয়র আতিক
- ০৪:৫১ পিএম, ১৭ অক্টোবর ২০২২ মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ০৪:৫০ পিএম, ১৭ অক্টোবর ২০২২ শহীদ মিনারে মাসুম আজিজের মরদেহে শ্রদ্ধা মঙ্গলবার, দাফন পাবনায়
- ০৪:১৬ পিএম, ১৭ অক্টোবর ২০২২ মাসুম আজিজের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
- ০৩:৪১ পিএম, ১৭ অক্টোবর ২০২২ অভিনেতা মাসুম আজিজ আর নেই
- ১২:১৩ এএম, ১৭ অক্টোবর ২০২২ মাসুম আজিজের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের দাবি শিল্পীদের
- ১২:১০ এএম, ১৪ অক্টোবর ২০২২ মাসুম আজিজের অবস্থা কিছুটা উন্নতির দিকে
- ০১:৪৬ পিএম, ১৩ অক্টোবর ২০২২ লাইফ সাপোর্টে মাসুম আজিজ