ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইউপি নির্বাচন ২২ মার্চ

প্রকাশিত: ০৯:২২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

আগামী ২২ মার্চ (বৃহস্পতিবার) প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব এলাকায় মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারি। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২৩-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ। ছয়টি ধাপে এ নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, দ্বিতীয় ধাপের ৭১০ ইউপির নির্বাচন ৩১ মার্চ, তৃতীয় ধাপে ৭১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচর ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭২৮টি ইউপির নির্বাচন ৭ মে, পঞ্চম ধাপে ৭১৪টি ইউপির ২৮ মে এবং ষষ্ঠ ধাপে ৬৬০টি ইউপির নির্বাচন ৪ জুন।

দেশে বর্তমানে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ২৭৯টি। পর্যায়ক্রমে এসব ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে।

সর্বশেষ ইউপি নির্বাচন হয়েছিল ২০১১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত। তখনো কয়েক দফায় নির্বাচন সম্পন্ন করা হয়েছিল।

এইচএস/এসএইচএস/এমএস

আরও পড়ুন