ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

টিটিএলের উদ্বোধনীতে স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস এখন ২৪ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণে সক্ষম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ফায়ার সার্ভিস এখন আর ঠুনকো দমকল বাহিনী নয়। যেকোনো দুর্যোগেই চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত।’

রোববার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডার (টিটিএল) উদ্বোধন করেন মন্ত্রী। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে ১০-১২ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণের যন্ত্র ছিল। এখন বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডারের (টিটিএল) মাধ্যমে ২৪ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণে সক্ষম হবে।’

আরও পড়ুন>> বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে থাকতে দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার সব জেলায় ফায়ার স্টেশন তৈরি করছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশের প্রয়োজনে ফায়ার ফাইটাররা নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ করে না। চট্টগ্রামে নিহত ১৩ জন ফায়ার ফাইটারদের অগ্নিবীর ঘোষণা করা হয়েছে।’

ফায়ার সার্ভিস এখন ২৪ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণে সক্ষম

এর আগে অনুষ্ঠানস্থলে স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন ফায়ার সার্ভিসের একটি দল। পরে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডারের (টিটিএল) উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন প্রমুখ।

আরএসএম/এএএইচ/জেআইএম