ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গুলশানে ৩ স্পা সেন্টারে ‘অনৈতিক কার্যকলাপ’, নারীসহ গ্রেফতার ২৫

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৯ এএম, ১০ অক্টোবর ২০২২

রাজধানীর গুলশানের তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে গুলশান থানা পুলিশ। এসময় ২৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৯ জনই নারী। বাকি ছয়জন পুরুষ।

রোববার (৯ অক্টোবর) রাতে গুলশান-১ ও ২ নম্বর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, স্পা সেন্টারের আড়ালে সেখানে অনৈতিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্পা সেন্টারগুলোতে অভিযান চালানো হয়।

এ অভিযানে নেতৃত্ব দেওয়া গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গুলশানের তিনটি স্পা সেন্টারের আড়ালে অবৈধ কার্যকলাপ হচ্ছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গুলশান-২-এর ৪৭ নম্বর রোডের ‘অল দা বেস্ট স্পা’ থেকে ৯ নারী ও দুজন পুরুষকে গ্রেফতার করা হয়। গুলশান-২-এর ৪৫ নম্বর রোডের ‘থাই স্পা’ থেকে ছয়জন নারী ও তিনজন পুরুষকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: গুলশানে স্পা সেন্টারে ‘অনৈতিক কার্যকলাপ’, নারীসহ গ্রেফতার ৯

এছাড়া গুলশান-১-এর গোলচত্বরের ‘লোটাস থাই স্পা’ থেকে চারজন নারী ও একজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান এসআই মিরাজ আকন।

গত ২ অক্টোবর রাতে গুলশানের ৪১ নম্বর রোডের ৭/এ বাসায় অভিযান চালিয়ে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কার্যকলাপের অভিযোগে সাতজন নারী ও দুজন পুরুষকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গুলশানের ওই বাসায় ‘লাইফ কেয়ার’ নামের একটি স্পা সেন্টারের আড়ালে অবৈধ কার্যকলাপ চলছিল বলে জানায় পুলিশ।

টিটি/এএএইচ