ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবি
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমিতির কেন্দ্রীয় কমিটি আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মহাজোট সরকারের শিক্ষামন্ত্রী বিগত দিনে অনেক প্রতিশ্রুতি ও মন্ত্রণালয়ের অনেক সিদ্ধান্ত থাকলেও আজ পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা হতাশ।
তারা বলেন, ১৯৮৪ সালে মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত প্রায় ১৯ হাজার মাদরাসা ছিল কিন্তু তা হ্রাস পেয়ে দুই তৃতীয়াংশ মাদরাসা বিলুপ্তির পথে। ২০১১ সালের মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক হিসাবনুযায়ী প্রায় ৬ হাজার ৮৪৮ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা আছে যার শিক্ষক সংখ্যা প্রতিটি মাদরাসায় ৫ জন করে কর্মরত হলেও ৩৪ হাজার ২৪০ শিক্ষক কর্মরত আছেন।
তারা আরো বলেন, পরিতাপের বিষয় ১৯৯৪ সালের একই পরিপত্রে বেসরকারি প্রাইমারী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো ৫০০ টাকা ভাতাপ্রাপ্ত হতেন। পরবর্তীতে ধাপে ধাপে বেসরকারি প্রাইমারি শিক্ষকদের বেতন ভাতা উন্নীত করে এবং ২০১৩ সালের ৯ জানুয়ারিতে ২৬ হাজার ১৯৩ টি সরকারি প্রাইমারী স্কুল জাতীয়করণ করেছে। কিন্তু ৬ হাজার ৮৪৮ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার মধ্যে ১ হাজার ৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন ভাতা ২০১৩ সালে শিক্ষামন্ত্রী ৫০০ টাকা থেকে ১ হাজার টাকায় উন্নীত করেছেন। বাকি ৫ হাজার ৩২৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা এখনও বিনা বেতনে মানবেতর জীবনযাপন করে শিক্ষাদান চালিয়ে যাচ্ছে।
সংগঠনের সভাপতি কাজী রুহুল আমীন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মহাসচিব সাগর আহমেদ শাহীন, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, প্রধান যুগ্ম মহাসচিব আবু মুসা ভুঁইয়া প্রমুখ।
এএস/জেএইচ/পিআর