ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিরপুর সুইমিং কমপ্লেক্স

ইলেকট্রনিক স্কোরবোর্ড ক্রয়ে জড়িতদের শাস্তির আওতায় আনার সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২

মিরপুর সুইমিং কমপ্লেক্সে স্থাপিত ইলেকট্রনিক স্কোরবোর্ড ক্রয়ের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার সুপারিশ করেছেন সংসদীয় কমিটি। এটি স্থাপনের পর থেকেই অকেজো অবস্থায় রয়েছে। তাই বিভিন্ন প্রতিযোগিতায় সুইমিং ফেডারেশনে স্কোরবোর্ডটি ব্যবহারে কী ধরনের সমস্যা হয় সে সম্পর্কে সুইমিং ফেডারেশনের মতামত জানতে চেয়েছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী, এ এম নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম অংশ নেন।

জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ক্রয় করা মিরপুর সুইমিং কমপ্লেক্সে স্থাপিত ইলেকট্রনিক স্কোরবোর্ডটি অকার্যকর অবস্থায় যারা বুঝে নিয়েছে এবং বিল পরিশোধ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি বৈঠকে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংসদীয় কমিটির পক্ষ হতে অভিনন্দন জানানো হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানরাসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/এমএএইচ/জিকেএস