ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিনজো আবেকে বাংলাদেশের শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২২

 

জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জাপানের রাজধানী টোকিওর নিপ্পন বুদোকানে অনুষ্ঠিত এ অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আবের শ্রদ্ধাবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

jagonews

এ সময় শিনজো আবের স্ত্রী আকি আবে উপস্থিত ছিলেন। অন্ত্যষ্টিক্রিয়ায় স্মারক বক্তব্য দেন জাপানের প্রধানমন্ত্রী ও অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজক কমিটির সভাপতি ফুমিও কিশিদাসহ জাপানের শীর্ষ নেতারা।

পরে উপস্থিত বিদেশি অতিথিরা শ্রদ্ধাবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আবের প্রতি শ্রদ্ধা জানান। পরে অনুষ্ঠানস্থল থেকে আবের মরদেহকে বিদায় জানানো হয়। 

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগ দেন সংসদ সদস্য সেলিমা আহমেদ ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ।

এদিন সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আকাসাকা প্রাসাদে আয়োজিত সৌজন্য বিনিময় অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

জাপানের প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শিনজো আবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশের উন্নয়নে প্রয়াত শিনজো আবের অবদানের কথা স্মরণ করে ড. মোমেন বলেন, শিনজো আবে বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন। তার সময়ে সমন্বিত অংশীদারত্বে দুদেশের সম্পর্কের উন্নয়ন ঘটেছিল।

এইচএ/এসএএইচ