ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোহাম্মদপুরে ১২ তলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ১২ তলা ভবন থেকে পড়ে মো. আফজাল হোসেন (২২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বসিলার স্বপ্নধারা এলাকায় নির্মাণাধীন ওই ১৫ তলা ভবনের ১২ তলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। আফজালের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা থানার সোনাপুর গ্রামে। নির্মাণাধীন ওই ভবনে থাকতেন তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

আফজাল হোসেনকে নিয়ে আসা ঠিকাদার আংশিক বলেন, মোহাম্মদপুরের বসিলার স্বপ্নধারা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ১৫ তলা ভবনে কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে যায় আফজাল। উদ্ধার করে প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস/জিকেএস