ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সৈয়দপুরের আকাশ জয়ের পথে নভোএয়ার

প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

এবার সৈয়দপুরের আকাশ জয়ের দিন গুণছে নভোএয়ার। ১৪ ফেব্রুয়ারি থেকে সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করবে দেশের একমাত্র প্রিমিয়াম এই বিমান সংস্থা। সোমবার এ উপলক্ষে সৈয়দপুরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে আবার বিমানবন্দরে এসে শেষ হয়।

র‌্যালিতে সৈয়দপুর ছাড়াও রংপুর, দিনাজপুর, নীলফামারীসহ পার্শ্ববর্তী এলাকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তারা ছাড়াও স্থানীয় বরেণ্য ব্যক্তিবর্গ, সৈয়দপুর বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নভোএয়ার এর মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার একেএম মাহফুজুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
 
নভোএয়ারের পক্ষ থেকে জানানো হয়, সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু উপলক্ষে ফেব্রুয়ারিতে একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি দেয়া হচ্ছে। ৬৮টি আসন বিশিষ্ট এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-সৈয়দপুর রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৩২০০ টাকা।

এছাড়া যাত্রীদের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে ঢাকা-যশোর রুটেও ১৪ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে ছয় দিন সকালে অতিরিক্ত একটি ফ্লাইট পরিচালনা করা হবে।

উল্লেখ্য, সৈয়দপুর রুট নিয়ে নভোএয়ার এর অভ্যন্তরীণ রুট সংখ্যা হবে পাঁচটি। অন্যান্য রুটগুলোর মধ্যে প্রতি সপ্তাহে চট্টগ্রামে ৩৯টি, কক্সবাজারে ১৬টি এবং সিলেটে ৭টি ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া আন্তর্জাতিক রুট ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করে আসছে নভোএয়ার। শিগগিরই অভ্যন্তরীণ রুট রাজশাহী ও বরিশাল এবং আন্তর্জাতিক আরো কিছু নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সুসংবাদ জানাবে নভোএয়ার।

এছাড়া রুট বাড়ানোর পাশাপাশি বহরে উড়োজাহাজ সংখ্যাও বাড়াচ্ছে নভোএয়ার। চলতি মাসেই দুইটি ৬৮টি আসনের এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ বহরে যুক্ত হচ্ছে। ফলে নভোএয়ারের উড়োজাহাজ সংখ্যা হবে ৬টি।

আরএম/এসকেডি/পিআর