দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান
ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত সমুদ্র মহড়ায় অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ সোমবার দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম নৌপ্রধানকে স্বাগত জানান।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
গত ৬ হতে ৭ ফেব্রুয়ারি ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত সমুদ্র মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ ও ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। উক্ত সমুদ্র মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ অংশগ্রহণ করে। মহড়ায় যোগদানের অংশ হিসেবে ভারতে নৌপ্রধান বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ এবং ভারতীয় নৌবাহিনী জাহাজ পরিদর্শন করেন। এছাড়া তিনি ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর কে ধওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান দুই দেশের নৌবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, উক্ত সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধান গত ৪ ফেব্রুয়ারি দুইজন সফরসঙ্গীসহ ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
এসএ/একে/পিআর