সিইসির রুটিন দায়িত্বে আহসান হাবিব খান
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপসচিব (সংস্থাপন-২) মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কাজী হাবিবুল আউয়াল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে জ্বরে আক্রান্ত হন। পরে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এজন্য বুধবার নির্বাচন কমিশন আসন্ন সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করলেও সেখানে তিনি অনুপস্থিত ছিলেন। তার একান্ত সচিব রিয়াজউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াজউদ্দিন বলেন, মঙ্গলবার রাত থেকে স্যারের জ্বর ছিল। এরপর পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট আসে তিনি কোভিড-১৯ পজিটিভ।
বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন।
এইচএস/এএএইচ/জেআইএম