ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পলিথিন ব্যাগ উৎপাদন নিষিদ্ধ নয় : পরিবেশ ও বনমন্ত্রী

প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সব ধরনের পলিথিন ব্যাগ উৎপাদন নিষিদ্ধ নয়। কিছু কিছু রফতানিযোগ্য পণ্যের মোড়কের ক্ষেত্রে, রেনু পোনা পরিবহনের জন্য, পণ্যের গুণগত মান রক্ষার স্বার্থে প্যাকেজিং কাজে ব্যবহারের জন্য, যেমন-মাশরুম চাষ ও প্যাকেজিং-এর জন্য নার্সারির চারা উৎপাদন ও বিপণনের বিষয়ে কিছু কিছু ছাড় দেয়া হয়েছে।

রোববার বিকেলে ১০ম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী রোজীর প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

কিন্তু ওই কাজের জন্য পলিথিন উৎপাদনের অনুমোদন থাকায় কিছু কিছু কারখানা গোপনে  নিষিদ্ধ ঘোষিত শপিং ব্যাগও তৈরি করে থাকে বলে স্বীকার করেন মন্ত্রী।

আনোয়ার হোসেন বলেন, পলিথিনের সহজলভ্য বিকল্প তৈরি না হওয়ায় এর উৎপাদন ও বিপণন পুরোপুরি বন্ধ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারপরেও পরিবেশ অধিপদফতর নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক গঠিত সাব-কমিটি প্রণীত সুপারিশ মালায় প্রেক্ষিতে পরিবেশ অধিদফতর ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে ১ হাজার ৬২১টি মামলা দায়েরের মাধ্যমে ১০৮ দশমিক ২ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ১ কোটি ৩৬ লাখ ১ হাজার ৪০৬ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ এবং পরিবেশের অন্যান্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস-২০১৫ উদযাপন করা হয়েছে।

দেশের প্রতি জেলায় ২টি এবং ঢাকা মহানগরীর ১০০টি স্কুলে জনসচেনতা বৃদ্ধি কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও আনোয়ার হোসেন জানান।

এছাড়া প্যাকেজিং পণ্য বাধ্যতামূলক ব্যবহারের জন্য শর্ত আরোপ করে ছাড়পত্র প্রদানকালে আইন ও বিধি দ্বারা পাটজাত মোড়ক ব্যবহারের জন্য নির্ধারিত পণ্যসমূহের মোড়কিকণের জন্য ডব্লিপিপি ব্যাগের উৎপাদন ও সরবরাহ করা যাবে না মর্মে শর্তারোপ করে ছাড়পত্র প্রদান করা হচ্ছে বলে মন্ত্রী জানান।

এইচএস/একে/এবিএস