ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জানুয়ারিতে ৪৮ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

প্রকাশিত: ১০:০২ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৮ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে।
 
এছাড়া ৩৫৫ চোরাচালানকারিকে আটক ও মিয়ানমারের ২২০ চোরাকারবারির অবৈধ অনুপ্রবেশ ঠেকিয়েছে বিজিবি।
 
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মুহম্মদ মোহসিন রেজা। তিনি জাগো নিউজকে বলেন, জব্দ মাদকের মধ্যে রয়েছে ২ লাখ ২৯ হাজার ৬১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ হাজার ২৯২ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৪২ কেজি গাঁজা, ২৫ হাজার ৫০৭ বোতল বিদেশি মদ, ১৫ হাজার ৪৪০ পিস বিভিন্ন প্রকারের উত্তেজক ট্যাবলেট, ১ হাজার ৭৪৩টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২৬ লাখ ৮০ হাজার ৬৪৮ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট।
 
এছাড়া জব্দ অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৪১৬টি শাড়ি, ৭ হাজার ৪৩৯টি থ্রিপিস/শার্টপিস, ২৩ হাজার ২৮৪ মিটার থান কাপড়, ৫ হাজার ৫৫টি তৈরি পোশাক, ১১ হাজার ৯৫৭ সিএফটি কাঠ, ১টি কষ্টি পাথর এবং ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ।

উল্লেখ্য, গত মাসে বিজিবির অভিযানে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ২টি বন্দুক এবং ৭ রাউন্ড গুলি।
 
গত জানুয়ারি মাসে বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১১৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৪১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া গত মাসে সীমান্ত পথে ২২০ জন মিয়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।

জেইউ/একে/আরআইপি