ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইভিএম ভোট ডাকাতের মেশিন: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ইভিএম একটি ভোট ডাকাতের মেশিন। এটি একটি অকার্যকর ও ভোট কারচুপির মেশিন। এ মেশিন দিয়ে আগামী জাতীয় নির্বাচনে জয় লাভের জন্য নানা অপকর্ম করা হচ্ছে। সব অপকর্মের বিরুদ্ধে জনগণ দাঁতভাঙ্গা জবাব দেবে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রামের আলকরণ ওয়ার্ডের বানিয়ার টিলা বি ইউনিটের সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাহদাত।

ডা. শাহাদাৎ বলেন, এ দেশের জনগণ ইভিএম-এ নয় ব্যালটে ভোট দিতে চান। নতুন নির্বাচন কমিশনে অধিক মূল্যে ২ লাখ ইভিএম মেশিন কেনার মাধ্যমে প্রণোদনা দেওয়া হচ্ছে। গত ২০১৮-১৯ অর্থবছরে ১ লাখ ৫০ হাজার ইভিএম মেশিন ক্রয় করতে বাজেট ধরা হয়েছিল ৩ হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকা। এবার ২ লাখ ইভিএম মেশিন ক্রয় করতে খরচ ধরা হয়েছে ৭ হাজার ৮০০ কোটি টাকা। নির্বাচন কমিশন গত ২০১৮ জাতীয় নির্বাচনে একটি ইভিএম মেশিন ক্রয় করতে খরচ ধরা হয়েছিল ২ লাখ ৫ হাজার টাকা। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে একটি ইভিএম মেশিন কিনতে খরচ হয় মাত্র ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এবার নতুন নির্বাচন কমিশন প্রতিটি ইভিএম মেশিন কিনতে খরচ করবে পার্শ্ববর্তী ভারতের চেয়ে ৫-৬ গুণ বেশি।

প্রথম অধিবেশনে প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, দুর্নীতি ও দুঃশাসনে সাধারণ জনগণ দিশেহারা। দেশের মানুষ এখন নিদারুণ কষ্টের মধ্যে আছে। সরকার জনগণের দুর্দশার কথা চিন্তা না করে বিরোধী দল দমনে ব্যস্ত। ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের ইউনিট সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে।

দ্বিতীয় অধিবেশন শুরু করে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এম এ আজিজের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক ও পুনর্গঠন টিমের সদস্য মোহাম্মদ আব্দুল হালিম শাহ আলমেরর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুনর্গঠন কমিটির সদস্য মনোয়ারা বেগম মানি, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, নগর বিএনপি নেতা আব্দুল বাতেন।

আরও বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সভাপতি দিদারুল আলম লাবু, সাধারণ সম্পাদক জসিম মিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন সংগ্রাম, মোহাম্মদ সেলিম, ইদ্রিস, ,সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন লিটু, আব্দু শুক্কুর, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ বেলাল, সালেহ আহমেদ, মাইনুদ্দিন, মো. ফারুক, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ রিয়াদ প্রমুখ নেতারা।

দ্বিতীয় অধিবেশনে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের ‘বি’ ইউনিটের সম্মেলনে মোহাম্মদ রাশেদকে সভাপতি, মোহাম্মদ সাদেককে সাধারণ সম্পাদক, মোহাম্মদ জাহিদকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ সেলিমকে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং মো. বাদশাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিট কমিটি ঘোষণা করেন।

ইকবাল হোসেন/এমআইএইচএস/জেআইএম