থানায় হামলা চালিয়ে কনস্টেবলকে হত্যা
৩৪ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
১৯৮৭ সালের ২৪ ফেব্রুয়ারি নাটোরের গুরুদাসপুর থানায় আক্রমণ করে চরমপন্থিরা। তারা থানায় লুটপাট চালায় এবং পুলিশ কনস্টেবলকে হত্যা করে। এ ঘটনায় লুট, পুলিশ কনস্টেবলকে হত্যা ও ডাকাতির মামলা হয়। এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম সাইফুল।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাতে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
তিনি বলেন, ১৯৮৭ সালে চরমপন্থিদের আক্রমণের শিকার হয় নাটোরেরর গুরুদাসপুর থানা। এসময় লুটপাট চালানো হয় থানায়। সেদিনের ঘটনায় এক কনস্টেবলকে হত্যা করা হয়। থানায় মজুত থাকা অস্ত্র লুটের ঘটনায় খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। গত ৩৪ বছর ধরে সাজাপ্রাপ্ত এই চরমপন্থি সদস্য সাইফুল পলাতক ছিলেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
টিটি/এএএইচ