ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাণী-বচন : ০৭ ফেব্রুয়ারি ২০১৬

প্রকাশিত: ০২:২৭ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

বয়স
নিজের নিঃশ্বাস গুণে গুণে সময় মেপেছে কেউ কখনো।– অবধূত

বয়স ভালোবাসার মতো, একে লুকিয়ে রাখা যায় না।– টমাস ডেক্কার

জ্ঞানী ব্যক্তি কখনোই অল্পবয়স্ক হওয়ার ইচ্ছা পোষণ করেন না।– সুইফট

আমি বৃদ্ধ হতে চাই না, ও বয়সটা সুখকর নয়।– আঁদ্রে মরোয়া

বয়সকে বেশিদিন আত্মগোপন করে রাখা যায় না।– স্কট

বচন
চোর যদি যায় সাধুর কাছে,
স্বভাব যায় তার পাছে পাছে।
অর্থ : সাধুর কাছে গেলেও দুষ্ট লোকের স্বভাব সহজে বদলায় না-এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস