ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে ৬৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোয়া ১ কেজি স্বর্ণসহ মজিদ সরকার (৩৫) নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মজিদ সরকার নামে ওই যাত্রী মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা বিজি০১৮৭ বিমানে সন্ধ্যা ৬টায় শাহজালালে অবরতণ করে। অপেক্ষার পর তল্লাশিকালে মজিদ সরকারের বেল্টের ভেতরে মোড়ানো অবস্থায়, বেল্টের হাতল ও গলার স্বর্ণের চেইন বাবদ মোট ১ কেজি ৩৭০ গ্রাম স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা সদস্যরা।

আটক মজিদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাসে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ড. মইনুল খান।

জেইউ/একে/আরআইপি