ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মানবেতর জীবন অতিবাহিত করছেন নন এমপিওভুক্ত শিক্ষকরা

প্রকাশিত: ০৭:২৭ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্যাটার্নভুক্ত হওয়া সত্বেও ২০১১ সালের ১৩ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ হাজার শিক্ষকের বেতন ভাতা বন্ধ রয়েছে। এর ফলে দীর্ঘ পাঁচ বছর ধরে মানবেতর জীবন অতিবাহিত করছেন  নন এমপিওভুক্ত শিক্ষকরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্ঠ পদে নিয়োগপ্রাপ্ত নন এমপিওভুক্ত বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ’ নামে সংগঠনটির পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল ও সারাদেশে এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদিত সৃষ্ঠ পদে নিয়োগকৃত শিক্ষকদের বেতন ভাতার দাবিও জানায় তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রদীপ চন্দ্র রায়। তিনি বলেন, বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ দেয়া না হলে চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি থেকে লাগাতার শ্রেণিকক্ষ বর্জণ কর্মসূচি নেয়া হবে। এরপরও দাবি না মানা হলে ২২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: এনামুল হক, সদস্য সাহিদুল ইসলাম প্রমুখ।

এএস/এআরএস/এমএস