কুমিল্লার পথে খালেদা জিয়া
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে গণসংযোগ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার কুমিল্লায় যাচ্ছেন।
কুমিল্লা টাউন হল মাঠে বিকেলে স্থানীয় ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
সকাল ১০টায় বেগম খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে রওনা হবেন। এরপর পল্টন, যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জের সোনারগাঁও, দাউদকান্দি হয়ে দুপুরে কুমিল্লায় পৌঁছাবেন।
কুমিল্লা জেলা সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম নেবেন তিনি। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা শহরের টাউন হল মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।
এদিকে দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা টাউন হল মাঠে জেলা দক্ষিণ বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হবে। এতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের স্থানীয়সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু জানিয়েছেন, মহাসমাবেশে নেত্রীর বক্তব্য শুনতে যাতে জনগণের কষ্ট না হয় সেজন্য নগরীর বিভিন্ন স্থানে ২২৬টি মাইক থাকবে। বড় প্রজেক্টর থাকবে ৬টি স্থানে।
২০০৮ সালে সর্বশেষ কুমিল্লার জনসভায় বক্তব্য দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর দীর্ঘ ৬ বছর পর কুমিল্লার আসছেন চেয়ারপারসন। এর আগে চট্টগ্রাম ও ফেনী যাওয়ার সময় পথ সভায় বক্তব্য দেন তিনি।
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক