‘আমাকে বের করে অন্য মেয়েকে বাসায় তুলেন ক্রিকেটার আল আমিন’
জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের স্ত্রী ইসরাত জাহান অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে আল আমিন তাকে অত্যাচার ও মারধর করেন। এরপর দুটি বাচ্চাসহ তাকে বাসা থেকে বের করে দেন। এরপর আল আমিন অন্য একটি মেয়েকে নিয়ে বাসায় উঠেছেন।
এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর মডেল থানায় আল আমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ইসরাত জাহান। এতে তিনি জাতীয় দলের এ ক্রিকেটারের বিরুদ্ধে ‘যৌতুক দাবি ও মারধর’র অভিযোগ তোলেন। থানায় লিখিত অভিযোগ করার পর সাংবাদিকরা ইসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করলে তিনি এসব অভিযোগ করেন।
অন্য মেয়ের সঙ্গে আল আমিনের সম্পর্কের বিষয়ে ইসরাত জাহান বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আল আমিনের বিয়ে হয়েছে কি না, তা জানি না। কাবিননামাও পাইনি। তবে ওই মেয়ের সঙ্গে আল আমিনের অনেক ছবি আছে।’
তিনি বলেন, ‘দুটো বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাবো? আমার এখন একটাই চাওয়া, বাচ্চাদের নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি।’
ইসরাত জাহানের মামা মো. সাঈদ জাগো নিউজকে বলেন, ‘গত দুই বছর ধরে ক্রিকেটার আল আমিন হোসেন আমার ভাগ্নিকে নির্যাতন করতো। এর আগেও থানায় নির্যাতনের অভিযোগে জিডি করা হয়েছিল। গত ২৫ আগস্ট মারধর করে বাসা থেকে বাচ্চাসহ ইসরাতকে বের করে দেয়। এরপর মিরপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করে ইসরাত।’
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জাগো নিউজকে বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগের বিষয়ে আমরা যাচাই-বাছাই ও তদন্ত করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এটি আমরা মামলা আকারে নথিভুক্ত করবো।’
ক্রিকেটার আল আমিন ও ইসরাত জাহান দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। তারাও মায়ের সঙ্গে থানায় এসেছিল।
টিটি/এএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ২ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৩ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা
- ৪ মনোনয়ন বাণিজ্যে নষ্ট হচ্ছে এমপিদের চরিত্র: সাবেক সিইসি
- ৫ সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের