ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুর্কী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত: ০৯:১৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুর্কীর নতুন রাষ্ট্রদূত ডেভরিন ওতুর্ক। বৃহস্পতিবার সকালে তারা বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

এসময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলে বলে জানা গেছে। এসময় আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে তারা কথা বলেন।

এসময় আবুল হাসান মাহমুদ আলী বলেন, তুর্কীর সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং ভবিষ্যতে এটি আরো বেগমান হবে। এসময় তিনি তুর্কী রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানান।

পর্যটন ও অবকাঠামো নির্মাণ খাতে দুই দেশ এক সঙ্গে কাজ করতে পারে বলে জানিয়ে তুর্কীর রাষ্ট্রদূত বলেন, তার দেশের এব্যাপারে ভালো অভিজ্ঞতা রয়েছে।

এসএ/এআরএস/পিআর