ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধার

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০২:২২ পিএম, ২৪ আগস্ট ২০২২

রাজধানীর মালিবাগ রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মোছা. জরিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রেললাইন পার হয়ে যাওয়ার সময় চলন্ত তুরাগ কমিউটার ট্রেনে কাটা পড়েন তিনি। ময়নাতদন্তের জন্য বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

বুধবার (২৪ আগস্ট) ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে মালিবাগ রেলক্রসিং এলাকা থেকে জরিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশপাশের লোকজনের মুখে জানতে পারি মালিবাগ রেলক্রসিং এলাকায় রেললাইন পার হয়ে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জয়দেবপুরগামী তুরাগ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়।

কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম