ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বোয়ালখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২৩ আগস্ট ২০২২

চট্টগ্রামের বোয়ালখালীতে পানিতে ডুবে প্রিয়া সর্দার (৭) ও মৃত্তিকা সর্দার (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত্তিকা স্থানীয় মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ও প্রিয়া মন্দির ভিত্তিক পাঠাগারে পড়তো। তারা একই এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, দুপুর দেড়টার দিকে স্থানীয়রা পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মরদেহ ভাসতে দেখতে পান। এসময় তাদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহমিদা বলেন, ২টা ১০ মিনিটের সময় দুই শিশুকে হাসপাতালে আনেন স্বজনরা। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আমুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল দে বলেন, শিশুদের পিতা রঞ্জন ও লেদু মাছ ধরে জীবীকা নির্বাহ করেন। মায়েরা রাস্তার কাজ করেন। ঘটনাটি খুবই দুঃখজনক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাঁতার না জানায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইকবাল হোসেন/জেএস/এমএস