ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হাতিরঝিল থানায় আসামির আত্মহত্যা, স্বজনদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২০ আগস্ট ২০২২

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের হাতিরঝিল থানা হেফাজতে থাকা চুরির মামলার এক আসামি আত্মহত্যা করেছেন বলে স্বজনরা অভিযোগ করেছেন। ওই ব্যক্তির নাম রুম্মন শেখ (২৭)।

এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনরা হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

jagonews24

মৃত রুম্মনের বেয়াই সোহেল আহমেদ জাগো নিউজকে বলেন, রুম্মন শেখ অবশ্যই আত্মহত্যা করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি নিজেই আত্মহত্যা করছেন। থানায় বসে একজন আসামি আত্মহত্যা করলেন সেটা সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে, এটা দুঃখজনক। আমি নিজে ফুটেজ দেখেছি। থানায় যারা ডিউটিতে ছিলেন তারা কী করেছেন?

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে যায়, রুম্মন পরনের ট্রাউজার লোহার গ্রিলের সঙ্গে বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের দায়িত্বে অবহেলার কারণেই এমনটি ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

জানা যায়, শুক্রবার (১৯ আগস্ট) টাকা চুরির মামলায় রাজধানীর রামপুরা মহানগর এলাকা থেকে রুম্মন শেখকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ।

টিটি/ইএ/এমএস