ঢাকা মেডিকেলে মাদক মামলার আসামির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সিদ্দিক আহমেদ (৬২) নামে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) রাতে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার।
মৃত সিদ্দিক আহমেদের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার উলু চামারি ৩ নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম কালা মিয়া।
সিদ্দিক আহমেদকে মাদক মামলায় ডিবি পুলিশ গ্রেফতার করেছিল।
ডিবি পুলিশের মতিঝিল বিভাগের উপ-পরিদর্শক (এসআই) এরশাদ হোসেন ও আব্দুল্লাহ আল-জুয়েল বলেন, সিদ্দিক আহমেদকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে বুধবারই আদালতে পাঠানো হয়। কিন্তু আদালতে তিনি অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে সিদ্দিক আহমেদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
কাজী আল আমিন/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ‘গণঅভ্যুত্থানের আহতরা চিকিৎসা পাচ্ছেন না, রাষ্ট্র কি ঘুমিয়ে আছে?’
- ২ পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা
- ৩ এলডিসি দেশগুলোকে ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে সমর্থন চাইলো বাংলাদেশ
- ৪ চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ কারবারি গ্রেফতার
- ৫ ৪ ঘণ্টা পর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু