সাংবাদিকদের বেতন ও পে-স্কেল সমন্বয়ের তাগিদ রাষ্ট্রপতির
সাংবাদিকদের বেতন ও পে-স্কেল সমন্বয়ের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সম্মেলন-২০১৬ তে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি সরকার ঘোষিত অষ্টম পে-স্কেলের ফলে সাংবাদিকরা বৈষম্যবোধ করছেন। আমি আশা করি, সরকার এ ব্যাপারে যথাযথ মনোযোগ দেবে। সমস্যাটির অচিরেই সমাধান করবে।
গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে রাষ্ট্রপতি আরো বলেন, গণতন্ত্রের পূর্ণাঙ্গতার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম । এর মাধ্যমে রাষ্ট্রের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। তবে এই কারণে অনেক সময় সাংবাদিকরা রোষানলের শিকার হন।
এআরএস/পিআর/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ পরিশ্রম করেও উৎপাদকরা বঞ্চিত, মুনাফা লুটছে মধ্যস্বত্বভোগীরা
- ২ আইজিপির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৩ আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন
- ৪ গুলশানে প্রাইভেটকারসহ অপহৃত ব্যবসায়ী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
- ৫ সংখ্যালঘুদের দাবির প্রতি আমরা শ্রদ্ধাশীল, সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ