ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রাইভেটকারে গার্ডার

রুবেলের মরদেহ নিতে মর্গে স্ত্রী দাবিদার ৪ নারী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৬ আগস্ট ২০২২

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে প্রাইভেটকারে থাকা শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে পাঁচজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়। অন্যদিকে মর্গের সামনে পরিবারের কর্তাব্যক্তি রুবেলের স্ত্রীর সংখ্যা নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে। মর্গের সামনে চার নারী নিজেকে রুবেলের স্ত্রী হিসেবে দাবি করেছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) মর্গের সামনে গিয়ে এ চিত্র দেখা যায়। সেখানে আত্মীয়-স্বজনরা ভিড় করছেন। অনেকেই কান্নাকাটি করছেন। এসময় রুবেলের আত্মীয়দের সঙ্গে কথা হয় জাগো নিউজের। সেখানে আলাপকালে এক এক করে রুবেলের চারজন স্ত্রীর খোঁজ পাওয়া যায়।

তাদের মধ্যে প্রথম স্ত্রী রেহানার সঙ্গে বিয়ে হয় ৩০ বছর আগে। সেই ঘরের প্রথম ছেলেসন্তান হৃদয় সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরেন।

প্রথম স্ত্রী রেহানার বোনজামাই ও রুবেলের ভায়রাভাই রহমত জাগো নিউজকে বলেন, আমরা শরীয়তপুরে থাকি। আমাদের রুবেল বায়িং হাউজের ব্যবসা করতেন বলে জানতাম। আমরা তেমন একটা ঢাকায় আসতাম না। মৃত্যুর খবর শুনে আসলাম। শুনেছিলাম সে দ্বিতীয় আরেকটা বিয়ে করেছেন।

রুবেলের দ্বিতীয় স্ত্রীর নাম শাহেদা। তার ঘরে রত্না নামে ১৪ বছরের একটি মেয়ে আছে। তার বাড়ি মানিকগঞ্জ সিংগাইর এলাকায়। ঢাকায় উত্তরা থাকেন।

তবে দ্বিতীয় স্ত্রী শাহেদা নিজেকে প্রথম স্ত্রী হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, আমার সঙ্গে ১৯৯৯ সালে বিয়ে হয়েছে। আমিই প্রথম। আমাকে সে কখনো বলেনি তার আরেকজন স্ত্রী আছে।

jagonews24

প্রথম স্ত্রীর আত্মীয় রহমত বলেন, দ্বিতীয় স্ত্রীর ঘরে তার একটি মেয়ে হয়েছে শুনেছিলাম। সেই স্ত্রীর আগে আরেকটি বিয়ে হয়েছিল। সেই ঘরের একটা ছেলেও আছে। ছেলেসহ রুবেলের সঙ্গে বিয়ে বসেন তিনি।

রুবেলের তৃতীয় স্ত্রী দাবি করা আরেক নারীর নাম সালমা আক্তার পুতুল। মিরপুর-১০ নম্বর এলাকায় থাকেন তিনি। ঘরে বসে সেলাই মেশিনের কাজ করেন। ২০১৪ সালে রুবেলের সঙ্গে তার বিয়ে হয়। রুবেলের সম্পর্কে তিনি জানতেন সে একজন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী। তবে, রুবেলের সঙ্গে বিয়ের কোনো সনদ নেই তার।

সনদ ছাড়া কীভাবে স্ত্রী দাবি করবেন জানতে চাইলে তিনি বলেন, আমাকে বিয়ে করেছে মিথ্যা কথা বলে। আমি জানতাম তার স্ত্রী আছে মাত্র একজন। প্রথম ঘরের স্ত্রী অসুস্থ বলে আমাকে বিয়ে করেছে। কিন্তু বিয়ের পর দেখি আরও অনেকের সঙ্গেই তার সম্পর্ক আছে। পাতা খন্দকার নামে তার আরেকজন স্ত্রী আছে। তার সঙ্গে কথা বললে আমাকে বলতো মামাতো বোনের সঙ্গে কথা বলছি। পরে আমি প্রতারণার মামলা করি। মামলা আমার পক্ষেও আছে। এমনটাই দাবি তার।

এরপর পাতা খন্দকার নামে আরেকজন স্ত্রীর সন্ধান পাওয়া যায়। যাকে রুবেল বিয়ে করেন ২০২০ সালের দিকে। নাম প্রকাশ না করা শর্তে জাগো নিউজকে এমনটাই জানান পাতা খন্দকারের ভাগনে। এমনকি তার খালাকে বিয়ে করার আগে ডিবি পরিচয়ে বিয়ে করেন বলে জানান তিনি।

অন্যদিকে পাতা খন্দকার জাগো নিউজকে বলেন, আমার সঙ্গে বিয়ে হয়েছে অনেক দিন আগে। তবে কবে হয়েছে স্পষ্ট বলেননি তিনি। তিনি দাবি করেন, আমিই দ্বিতীয় স্ত্রী। বাকিরা প্রথম স্ত্রী অসুস্থ থাকায় বাসায় কাজ করতেন। তখন তাদের বিয়ে করেছেন। এ বিয়ের কোনো ভিত্তি নেই।

পাতা খন্দকার দাবি করেন, তিনি এ পর্যন্ত রুবেলের পেছনে অনেক টাকা খরচ করেছেন। যে গাড়িটি চাপা পড়ে দুমড়ে-মুচড়ে গেছে, সেটিও কেনার সময় ৬ লাখ টাকা দিয়েছিলেন রুবেলকে। মারা যাওয়ার আগেও তার বাসায় গিয়ে ছিলেন রুবেল। তার সঙ্গে সবারই ভালো সম্পর্ক। প্রথম স্ত্রীর বাড়িতেও তিনি যাতায়াত করতেন বলে দাবি করেন তিনি।

রুবেলের চারজন স্ত্রী আছে এ বিষয়ে প্রশ্ন করলে প্রথম স্ত্রীর আত্মীয় রহমত বলেন, এখন অনেকেই অনেক কিছু বলতে আসবে। কিন্তু তাতে কাজ হবে না। আমরা তাদের চিনিও না। আমরা প্রথম ঘরের আত্মীয়। আমরা সবাই এসেছি। আমাদের ঘরের প্রথম ছেলে আছে।

এদিকে প্রথম স্ত্রীর ছেলেসন্তান বেঁচে যাওয়া হৃদয় জাগো নিউজকে বলেন, তার জন্ম ১৯৯৫ সালে। অন্যদিকে শাহেদার সঙ্গে বিয়ে হয় ১৯৯৯ সালে। কিন্তু শাহেদা আরেক স্ত্রী আছে জানতেন না বলেই নিজেকে প্রথম স্ত্রী দাবি করেন তিনি।

এমআইএস/এমএএইচ/জিকেএস

টাইমলাইন

  1. ০৬:০১ পিএম, ২১ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: এবার ১০ জনের নামে অবহেলাজনিত হত্যা মামলা
  2. ০৭:৫৪ পিএম, ১৮ আগস্ট ২০২২ এসএসসি পাসেই বিআরটি প্রকল্পের ‘সেফটি ইঞ্জিনিয়ার’ জুলফিকার
  3. ০৬:১৮ পিএম, ১৮ আগস্ট ২০২২ গার্ডার দুর্ঘটনায় দায়ীদের শাস্তি দাবি আইপিডির
  4. ০১:২০ পিএম, ১৮ আগস্ট ২০২২ ৭০ টনের গার্ডার তুলছিল ৫০ টনের ক্রেন, ছিল না ফিটনেস
  5. ০২:১৭ পিএম, ১৭ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: মামলা তদন্তে ডিবি
  6. ১২:৩৪ পিএম, ১৭ আগস্ট ২০২২ ‘উত্তরার ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড’
  7. ১২:১০ পিএম, ১৭ আগস্ট ২০২২ এবার ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আসক-ব্ল্যাস্টের রিট
  8. ১২:০৪ পিএম, ১৭ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: বাবা-মায়ের কবরের পাশে শায়িত রুবেল
  9. ১০:৫০ এএম, ১৭ আগস্ট ২০২২ জামালপুরে পারিবারিক কবরস্থানে ৪ জনের মরদেহ দাফন
  10. ১০:১০ এএম, ১৭ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
  11. ০৯:৪৭ পিএম, ১৬ আগস্ট ২০২২ ঢাকায় চলাচলে নিরাপত্তার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
  12. ০৭:৩৮ পিএম, ১৬ আগস্ট ২০২২ নিরাপত্তার ঘাটতি ছিল, দায়ভার জড়িত সবার: বিআরটি এমডি
  13. ০৬:২১ পিএম, ১৬ আগস্ট ২০২২ লাশের জন্য অপেক্ষা স্বজনদের, বাড়িতে শোকের মাতম
  14. ০৫:৪৭ পিএম, ১৬ আগস্ট ২০২২ দোষীদের শাস্তি ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি
  15. ০৫:৪২ পিএম, ১৬ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডারচাপায় ৫ মৃত্যু: তদন্ত প্রতিবেদন ২২ সেপ্টেম্বর
  16. ০৫:৩০ পিএম, ১৬ আগস্ট ২০২২ বারবার নিরাপত্তা লঙ্ঘন, চীনা দূতাবাসকে জানাবে বাংলাদেশ
  17. ০৫:২৬ পিএম, ১৬ আগস্ট ২০২২ ময়নাতদন্ত শেষে বাড়ির উদ্দেশ্যে ৫ মরদেহ
  18. ০৫:১৯ পিএম, ১৬ আগস্ট ২০২২ যেভাবে মর্মান্তিক মৃত্যু হয় ৫ জনের
  19. ০৫:০৯ পিএম, ১৬ আগস্ট ২০২২ ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা: সড়ক সচিব
  20. ০৫:০৮ পিএম, ১৬ আগস্ট ২০২২ চার কারণে উত্তরার দুর্ঘটনা: প্রাথমিক তদন্ত
  21. ০৪:৩৬ পিএম, ১৬ আগস্ট ২০২২ আধাঘণ্টা বেঁচে ছিলেন রুবেল ও শিশু জাকারিয়া
  22. ০২:১৪ পিএম, ১৬ আগস্ট ২০২২ ঠিকাদার কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  23. ০১:৪০ পিএম, ১৬ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন
  24. ০১:৩৫ পিএম, ১৬ আগস্ট ২০২২ রুবেলের মরদেহ নিতে মর্গে স্ত্রী দাবিদার ৪ নারী
  25. ১২:৫৯ পিএম, ১৬ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র‍্যাব
  26. ১২:৫৫ পিএম, ১৬ আগস্ট ২০২২ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি দেখছে তদন্ত কমিটি
  27. ১২:৩৪ পিএম, ১৬ আগস্ট ২০২২ সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন নবদম্পতি হৃদয়-রিয়ামনি
  28. ১২:২৭ পিএম, ১৬ আগস্ট ২০২২ ‘ঝুলন্ত গার্ডার দেখেছি, ভাবতেও পারিনি এটা আমাদের ওপর পড়বে’
  29. ১১:৫৬ এএম, ১৬ আগস্ট ২০২২ উত্তরায় ক্রেন দুর্ঘটনা: রিট করতে বললেন হাইকোর্ট
  30. ১১:৫০ এএম, ১৬ আগস্ট ২০২২ আমার বাবার মৃত্যুর দায় কে নেবে?
  31. ১১:১৬ এএম, ১৬ আগস্ট ২০২২ বিআরটি প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে: মেয়র আতিক
  32. ১০:৫২ এএম, ১৬ আগস্ট ২০২২ এমন মৃত্যু দেখে উত্তরার মানুষ শোকে স্তব্ধ
  33. ০৫:৫৪ এএম, ১৬ আগস্ট ২০২২ ‘মনে হচ্ছিল গাড়ির ভিতর আমরা সবাই’
  34. ০৫:৩৫ এএম, ১৬ আগস্ট ২০২২ আধাঘণ্টা কান্নার পর মায়ের কোলে ঢলে পড়ে শিশু জাকারিয়া
  35. ০৩:৫১ এএম, ১৬ আগস্ট ২০২২ চালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
  36. ০২:৪১ এএম, ১৬ আগস্ট ২০২২ ঢাকায় দুর্ঘটনায় একদিনেই ঝরলো ১২ প্রাণ
  37. ০১:৪৫ এএম, ১৬ আগস্ট ২০২২ ‘পুলিশ ভাই লাশগুলো রাখেন, মোবাইল-গহনা দিয়ে দেন’
  38. ০১:২৫ এএম, ১৬ আগস্ট ২০২২ কারও অবহেলা থাকলে দ্রুত আইনের আওতায় আনুন: ফখরুল
  39. ১২:৫৫ এএম, ১৬ আগস্ট ২০২২ ‘দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড, ঠিকাদারের বিরুদ্ধে মামলা করবো’
  40. ১২:১৯ এএম, ১৬ আগস্ট ২০২২ ‘মানুষের জীবন এমন তুচ্ছ-তাচ্ছিল্য হতে পারে না’
  41. ১১:৫৬ পিএম, ১৫ আগস্ট ২০২২ ৬ ঘণ্টা পর স্বাভাবিক উত্তরা-গাজীপুর সড়ক
  42. ১১:৩১ পিএম, ১৫ আগস্ট ২০২২ ৫ মরদেহ সোহরাওয়ার্দীর মর্গে, ময়নাতদন্ত মঙ্গলবার
  43. ১০:০২ পিএম, ১৫ আগস্ট ২০২২ ৫ ঘণ্টা পর সরানো হলো ১২০ টনের গার্ডার-প্রাইভেটকার
  44. ০৯:২১ পিএম, ১৫ আগস্ট ২০২২ গার্ডার তৎক্ষণাৎ সরানোর সক্ষমতা না থাকায় উদ্ধারকাজে দেরি
  45. ০৯:২০ পিএম, ১৫ আগস্ট ২০২২ বেঁচে রইলেন শুধু নবদম্পতি
  46. ০৮:৫৩ পিএম, ১৫ আগস্ট ২০২২ বৌভাতের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল পরিবারটি
  47. ০৮:০৯ পিএম, ১৫ আগস্ট ২০২২ প্রাইভেটকার থেকে বের হলো ৫ মরদেহ
  48. ০৭:৪৩ পিএম, ১৫ আগস্ট ২০২২ উত্তরায় গার্ডার পড়ে চারজনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  49. ০৭:১৯ পিএম, ১৫ আগস্ট ২০২২ উত্তরায় ক্রেন দুর্ঘটনায় রাজধানীজুড়ে তীব্র যানজট
  50. ০৭:১৩ পিএম, ১৫ আগস্ট ২০২২ ‘কোম্পানির বিরুদ্ধে শতকোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা উচিত’
  51. ০৬:৪১ পিএম, ১৫ আগস্ট ২০২২ এর আগেও প্রাণ কেড়েছিল বিআরটির গার্ডার
  52. ০৫:২৪ পিএম, ১৫ আগস্ট ২০২২ উত্তরায় ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত