ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফুল-চকলেট বিলিয়ে ট্রাফিক পুলিশদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

জনসাধারণকে ফুলের শুভেচ্ছা আর চকলেট বিতরণ করে ভিন্নভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪১তম বছর পালন করলো তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের পুলিশরা।

ডিএমপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে রাজবাগ পুলিশ লাইনসে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হলেও নিজ উদ্যোগে এই আয়োজন করে শিল্পাঞ্চল ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর তিব্বত মোড়ে পথযাত্রী, ড্রাইভার ও হেলপারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং চকলেট বিতরণ করে পালন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

এসময় সুষ্ঠু ট্রাফিক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবু ইউছুফ।

চকলেট ও ফুল বিতরণ অনুষ্ঠানে ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন ও সালাহউদ্দীন প্রধানসহ জোনের ট্রাফিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রাফিকের উত্তর বিভাগের সহযোগিতায় ভিন্নধর্মী এই অনুষ্ঠানটি পালন করা হয়।

এআর/এসএইচএস