শাহজালালে ৬০টি সোনার বার উদ্ধার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের দোহা থেকে আসা একটি বিমান থেকে প্রায় তিন কোটি টাকা দামের ৬০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ওই বিমানের এক যাত্রীর সিটের নিচ থেকে সোনার ওই বারগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাতারের দোহা থেকে আসা একটি বিমান মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। পরে ওই বিমানের এক যাত্রীর সিটের নিচে তল্লাশি চালিয়ে ৬০টি সোনার বার উদ্ধার করে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ। ছয় কেজি ওজনের এই বারগুলোর আনুমাণিক দাম তিন কোটি টাকা।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
জেইউ/একে/আরআইপি