ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশের কারাগারেগুলোত বন্দী প্রায় ৭০ হাজার

প্রকাশিত: ১২:১৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

সর্বশেষ তথ্যানুসারে দেশের কারাগারগুলোতে ৬৯ হাজার ৭৭৪ জন বন্দী আছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, গত ২৪ জানুয়ারি পর্যন্ত দেশের কারাগারগুলোতে ৬৯ হাজার ৭৭৪ জন বন্দী আছে। দেশে উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধির সাথে বন্দী ধারণক্ষমতার বিষয়টি জড়িত নয়। তবে দেশের এলাকা বা অঞ্চল ভিত্তিক অপরাধের প্রবণতা হ্রাস বৃদ্ধি হয়। দেশের জনসংখ্যাভিত্তিতে বন্দী ধারণক্ষমতা নির্মাণের কোন বিধি-বিধান নেই। তবে কারা বিধি ১ম খন্ডের ১১৭৯(১) ধারা মোতাবে একজন বন্দীর প্রাপ্যতা অনুসারে বর্তমানে কারাগারসমূহের ধারণ ক্ষমতা ৩৪ হাজার ৭৯৬জন। উত্তরোত্তর বন্দী সংখ্যা বৃদ্ধি, বর্তমান ধারণক্ষমতা  এবং আটক বন্দীর গড় সংখ্যা বিবেচনায় কারাগারে বন্দী ধারণক্ষমতা ৮০ হাজার হওয়া উচিত।

নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক প্রাপ্ত সর্বশেষ তথ্যানুসারে বিভিন্ন দেশে অপরাধের সাথে জড়িত হয়ে আটক ও বিচারাধীন বাংলাদেশি নাগরিকের মোট সংখ্যা ১৩ হাজার ২৪ জন। তবে আরো কিছু বাংলাদেশি নাগরিক বিভিন্ন অপরাধজনিত কারণে বিদেশের কারাগারে আটক থাকতে পারে।
এবিষয়ে দূতাবাসসমূহ সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে হালনাগাদ তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এইচএস/এসকেডি