ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পর্যটনের উন্নয়নে সহায়তা দেবে অস্ট্রিয়া

প্রকাশিত: ১২:০৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

ভিজিট বাংলাদেশ-২০১৬ স্লোগানকে সফল ও স্বার্থক করতে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রিয়া। পর্যটনের সব সম্ভাব্য উপকরণে বিনিয়োগ সহায়তা দিবে। মঙ্গলবার বাংলাদেশ পর্যটন কর্পোরশনের মহাখালীস্থ হোটেল অবকাশের ব্যাংকুয়েট হলে এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন অস্ট্রিয়ার ক্রেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হেনজ বয়ার ও ড. কোমেল।

হেনজ বয়ার বলেন, বাংলাদেশ পর্যটনে উপযোগী একটি দেশ। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো। পরিকল্পিতভাবে সাজাতে পারলে পর্যটন শিল্পের উন্নয়ন অবধারিত। সভায় ক্রেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অস্ট্রিয়ার পর্যটন উন্নয়নের চিত্র তুলে ধরেন।

বাংলাদেশের পর্যটন খাতে অস্ট্রিয়ার বিনিয়োগ বিষয়ে আশ্বস্ত করে ড. কোমেল বলেন, বাংলাদেশে পর্যটকদের সুবিধার্থে হোটেল মোটেল রিসোর্ট, শিশু পার্ক, বিনোদন পার্ক তৈরিতে অস্ট্রিয়ার বিনিয়োগ সহায়তা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরএম/জেএইচ/এমএস