সড়কে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি
সম্প্রতি ঢাকায় বাসচাপায় নিহত স্কুলছাত্রী সাবিহা আক্তার সোনালীসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ সাধারণ শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের অভিযোগ, সারা দেশে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের বেশিরভাগ ক্ষতিপূরণ পায় না। বেশিরভাগ দুর্ঘটনায় শেষ পর্যন্ত কোনো তদন্ত, বিচার হয় না, ক্ষতিপূরণ মেলে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, খুব অল্প সংখ্যক ক্ষেত্রে মালিক ও ক্ষতিগ্রস্থদের মধ্যে আপসের নমুনা দেখা যায়। নানা সময়ে বিচারহীনতার কারণে চালক ও মালিকরা আরো বেপরোয়া হয়ে উঠছেন।
আয়োজক সংগঠনের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা ও সাবেক সংসদ শাহ মোহাম্মাদ আবু জাফর, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কাজী রকিবুল ইসলাম রিপন, সোনালীর বাবা জাকির হোসেন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।
এএস/এনএফ/এমএস