ননী ও তাহের খালাস পাওয়ার যোগ্য : আইনজীবী তামিম
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত নেত্রকোনার মো. ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননী খালাস পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন তাদের আইনজীবী গাজী এমএইচ তামিম। মঙ্গলবার ননী ও তাহেরের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যে ৪টি অভিযোগে তাদের (`ননী ও তাহের) ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়েছে ৪টি অভিযোগেই তারা খালাস পাওয়ার যোগ্য। ১৯৭১ সালে ননী ৮ম শ্রেণির ছাত্র ছিলেন। এর প্রমাণপত্র আমরা আদালতে জমা দিয়েছি।
আসামিপক্ষের এ আইনজীবী আরো বলেন, ননী ও তাহেরের বিরুদ্ধে যেসব সাক্ষী ছিলেন ১৯৭১ সালে তাদের একজনের বয়স ছিল ১, অপরজনের ছিল ৩ বছর। আমরা বুঝতে পারিনি যে আদালত কিভাবে এমন রায় দিলেন।
রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান আইনজীবী এমএইচ তামিম।
এর আগে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এআর/এফএইচ/আরএস/এমএস