দারুস সালামে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম এনায়েত (৪০)। মঙ্গলবার ভোরে দারুস সালামের দক্ষিণ বিশিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে দারুস সালাম থানা পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, মরদেহের শরীরে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানান তিনি।
জেইউ/আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে ছিলেন তুরাগে, অবশেষে গ্রেফতার
- ২ বিয়ের আসরে নবদম্পতির প্রতিবাদী বার্তা ‘জাস্টিস ফর হাদি’
- ৩ গুলিস্তানে খদ্দর বাজার কমপ্লেক্সের ছাদে ছিল জায়নামাজ-টুপির গুদাম
- ৪ ইটভাটায় কনভেয়ার বেল্ট মেশিনে পড়ে প্রাণ গেলো শ্রমিকের
- ৫ গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে