ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিআরটিসি বাস সার্ভিস কোমরভাঙা : হাজী সেলিম

প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

সরকারি বাস সার্ভিস বিআরটিসির সেবাকে কোমরভাঙা আখ্যা নিয়ে এটিকে প্রয়োজনে ব্যক্তিখাতে ছেড়ে দেয়া অথবা নতুন নীতিমালার আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম।

সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনার সুযোগ নিয়ে একথা বলেন তিনি।

সেলিম বলেন, ‘বর্তমানে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি একটি কোমরভাঙা পরিবহনে পরিণত হয়েছে। সরকারি পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। পত্রিকায় দেখলাম- বিআরটিসির আনা ৫০টি দ্বিতল বাসের মধ্যে ৪৮টিই অকেজো। এছাড়া বিদেশ থেকে কাড়িকাড়ি টাকা দিয়ে বিআরটিসি যে সব বাস এনেছে তার অধিকাংশই এখন লক্কর-ঝক্করে পরিণত হয়েছে। কেউ দেখার নেই। এমন অবস্থা যে ক্রমিন দিয়ে বিআরটিসিকে বাঁচিয়ে রাখা হচ্ছে। এ অবস্থা আর কতকাল? এখন যা দুই/চারটি বাস চলে, যাতে করে ছাত্র-ছাত্রী ও অফিস আদালতের কর্মীরা অতি কষ্টে চলাচল করেন। এছাড়া রাস্তায় যে কটি আছে তার অধিকাংশই বর্তমানে অচল হয়ে পড়েছে, সবকটির কোমরভাঙা দশা। সেবার পরিবর্তে এর জন্য রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। তাই সরকারি পরিবহন বিআরটিসি সম্পূর্ণ ব্যর্থ। বর্তমানে সড়ক পরিবহন সম্পূর্ণরুপে বেসরকারি বাসের উপর নির্ভরশীল।  বিআরটিসির ব্যাপক অনিয়ম ও  দুর্নীতির কারণে এমন অবস্থা। এ দুর্নীতি বন্ধ হওয়া দরকার। সরকার আর কত লোকসান করবে’। এসময় বিআরটিসিকে পাবলিক অর্থাৎ বেসরকারি হাতে দেবার আহ্বান জানান হাজী সেলিম।

এইচএস/একে