ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফজরের নামাজ পড়ে হাঁটছিলেন ছাদে, পা পিছলে পড়ে নার্সের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৬ আগস্ট ২০২২

রাজধানীর সবুজবাগের নিজ বাসার চারতলার ছাদ থেকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. আতাউল করিম অপুর (৫০) মৃত্যু হয়েছে।

শনিবার (৬ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত্যু ঘোষণা করেন।

নিহতের সহকর্মী কামাল পাটোয়ারী জানান, সবুজবাগের নিজ বাসার চারতলায় ছাদে ফজরের নামাজ পড়ে হাঁটছিলেন। ওই সময় ছাদ পিছলা থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর থানায়। তিনি মৃত হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে ‍তিনি সবুজবাগের দক্ষিণগাঁও ২৯৬ নম্বর নিজ বাসায় পরিবার নিয়ে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জেএস/এমএস