ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এসএসসিতে প্রথম দিন ৮২৬ শিক্ষার্থী অনুপস্থিত

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ৮২৬ শিক্ষার্থী। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে দুইজন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার জন্য  ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। প্রথম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে তিন লাখ ৭৯ হাজার ১৯৭ জনের মধ্যে ৮৪৭ জন, রাজশাহী বোর্ডে এক লাখ ৪৬ হাজার ৩১৮ জনের মধ্যে ৭৩৯ জনের মধ্যে ৪২১ জন, কুমিল্লা বোর্ডে এক লাখ ৪৪ হাজার ৬৮১ জনের মধ্যে ৫১০ জন।

যশোর বোর্ডে এক লাখ ৩২ হাজার ৪৯০ জনের মধ্যে ৪২৩ জন, চট্টগ্রাম বোর্ডে এক লাখ এক হাজার ৪২২ জনের মধ্যে ২৭৯ জন, সিলেট বোর্ডে ৭৪ হাজার ৮ জনের মধ্যে ২৫১ জন, বরিশাল বোর্ডে ৭৩ হাজার ৩৮৬ জনের মধ্যে ২৫০ জন, দিনাজপুর বোর্ডে এক লাখ ৩৪ হাজার ১৬৭ জনের মধ্যে ৩০৬ জন, মাদরাসা বোর্ডে দুই লাখ ৩৩ হাজার ৯২ জনের মধ্যে দুই হাজার ৫৯৭ জন, কারিগরি বোর্ডে ৮৭ হাজার ৬০১ জনের মধ্যে ৯৪১ জন পরীক্ষার্থী অংশ নেয়নি।

এনএম/এসকেডি/পিআর