ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পরীক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর কর্মসূচিতে পরিবর্তন

প্রকাশিত: ১১:১৪ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নিজের কর্মসূচিতে পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সোমবারের মন্ত্রিসভার বৈঠকের স্থান ও চলাচলের সময়সূচি পরিবর্তন করেছেন তিনি। ফলে সোমবার সকালে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় তার সরকারি বাসভবন (গণভবন ) থেকে বের হবেন।

পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

এসএ/একে/আরআইপি