ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশে বাসগৃহের সংখ্যা সাড়ে ৩ কোটির বেশি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৭ জুলাই ২০২২

দেশে সাড়ে তিন কোটির বেশি বাসগৃহ রয়েছে। এর মধ্যে পল্লি এলাকায় ২ কোটি ৭৮ লাখ ১১ হাজার ৬৬৭ ও শহর এলাকায় ৮১ লাখ ৭৯ হাজার ২৮৪টি। সর্বাধিক বাসগৃহের সংখ্যা ঢাকা বিভাগে, ৮১ লাখ ১৯ হাজার ২০৫টি। সর্বনিম্ন সিলেট বিভাগে ১৮ লাখ ৮৫ হাজার ১৭টি।

বুধবার (২৭ জুলাই) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রাথমিক প্রতিবেদন বিষয়ক উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

পরিসংখ্যানে দেখা যায়, বিভাগওয়ারি দেশে পল্লি ও শহরভিত্তিক মোট বাসগৃহের সংখ্যা উপস্থাপন করা হয়েছে। সে হিসাবে দেশে মোট বাসগৃহের সংখ্যা ৩ কোটি ৫৯ লাখ ৯০ হাজার ৯৫১টি। এর মধ্যে পল্লি এলাকায় ২ কোটি ৭৮ লাখ ১১ হাজার ৬৬৭টি এবং শহর এলাকায় ৮১ লাখ ৭৯ হাজার ২৮৪টি। এসবের মধ্যে সর্বাধিক বাসগৃহ ঢাকায়। এর সংখ্যা ৮১ লাখ ১৯ হাজার ২০৫টি। আর সর্বনিম্ন সিলেট বিভাগে ১৮ লাখ ৮৫ হাজার ১৭টি।

এছাড়া বরিশাল বিভাগে ২০ লাখ ৩৪ হাজার ৬৩৮টি। এর মধ্যে পল্লি এলাকায় ১৫ লাখ ৮৫ হাজার ৪৫১টি আর শহরে ৪ লাখ ৪৯ হাজার ১৮৭টি। চট্টগ্রামে ৬৪ লাখ ৫০ হাজার ১৩৩টির মধ্যে পল্লিতে ৪৭ লাখ ৯৮ হাজার ৭৫৫টি, শহরে ১৬ লাখ ৫১ হাজার ৩৭৮টি। ঢাকা বিভাগে ৮১ লাখ ১৯ হাজার ২০৫টির মধ্যে পল্লিতে ৫৭ লাখ ৯৯ হাজার ৯৯৮টি আর শহরে ২৩ লাখ ১৯ হাজার ২০৭টি। খুলনায় ৪৩ লাখ ৩ হাজার ৫৬৩টির মধ্যে পল্লিতে ৩৪ লাখ ৭ হাজার ৫৯টি আর শহরে ৬ লাখ ৯৬ হাজার ৫০৪টি।

এদিকে ময়মনসিংহে ৩০ লাখ ৬২ হাজার ৩৭৮টির মধ্যে পল্লিতে ২৪ লাখ ৭৩ হাজার ৭৮৬টি আর শহরে ৫ লাখ ৮৮ হাজার ৫৯২টি। রাজশাহীতে ৫১ লাখ ২৮ হাজার ৮৬১টির মধ্যে পল্লিতে ৪১ লাখ ৭ হাজার ৯৬৪টি, শহরে ১০ লাখ ২০ হাজার ৮৯৭টি। রংপুরে ৫০ লাখ ৭ হাজার ১৫৬টির মধ্যে পল্লিতে ৪০ লাখ ৪৯ হাজার ৮৮৭টি, শহরে ৯ লাখ ৫৭ হাজার ২৬৯টি এবং সিলেট বিভাগে ১৮ লাখ ৮৫ হাজার ১৭টির মধ্যে পল্লিতে ১৫ লাখ ৮৮ হাজার ৭৬৭টি আর শহরে ২ লাখ ৯৬ হাজার ২৫০টি বাসগৃহ রয়েছে।

খানার (যারা একই পাতিলে খাবার খায়) সংখ্যা বাড়ছে। ১৯৮১ সালে মোট খানার সংখ্যা ছিল ১ কোটি ৫০ লাখ ৭৫ হাজার ৮৮৫টি। যা ২ দশমিক ৭২ গুণ বেড়ে ২০২২ সালে দাঁড়িয়েছে ৪ কোটি ১০ লাখ ১০ হাজার ৫১টি।

এমএইচএম/এএসএ/জেআইএম

টাইমলাইন

  1. ১২:২১ পিএম, ২৯ জুলাই ২০২২ প্রযুক্তির ছোঁয়ায় ২৯ দিনেই জনশুমারির ফল
  2. ০৮:৫০ পিএম, ২৭ জুলাই ২০২২ সাড়ে ১৬ কোটি মানুষ গুনতে খরচ ১৫৭৫ কোটি টাকা
  3. ০৮:২৩ পিএম, ২৭ জুলাই ২০২২ মোবাইল ফোন ব্যবহারে এগিয়ে পুরুষ পিছিয়ে নারী
  4. ০৭:৫৮ পিএম, ২৭ জুলাই ২০২২ সাক্ষরতায় এগিয়ে পুরুষ, পিছিয়ে নারী
  5. ০৬:৩৭ পিএম, ২৭ জুলাই ২০২২ দেশে প্রাপ্তবয়স্ক মোবাইল ফোন ব্যবহারকারী ৭২.৩১ শতাংশ
  6. ০৫:৪৩ পিএম, ২৭ জুলাই ২০২২ বেশি অবিবাহিত মানুষ সিলেটে
  7. ০৫:২৩ পিএম, ২৭ জুলাই ২০২২ জনশুমারিতে এবারই প্রথম তৃতীয় লিঙ্গের মানুষ
  8. ০৪:৩৯ পিএম, ২৭ জুলাই ২০২২ ৫ বছরের বেশি বয়সীদের ৫৫.৮৯ শতাংশের হাতে মোবাইল ফোন
  9. ০৩:১০ পিএম, ২৭ জুলাই ২০২২ খোলা জায়গায় মলত্যাগে শীর্ষে রংপুর
  10. ০৩:০৭ পিএম, ২৭ জুলাই ২০২২ সাক্ষরতায় এগিয়ে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ
  11. ০৩:০০ পিএম, ২৭ জুলাই ২০২২ ৪ লাখ ট্যাব ব্যবহারে দ্রুত সময়ে জনশুমারি প্রকাশ: এমএ মান্নান
  12. ০২:২৯ পিএম, ২৭ জুলাই ২০২২ দেশে তরুণ জনসংখ্যা বেড়ে ১৯ দশমিক ১১ শতাংশ
  13. ০২:২৫ পিএম, ২৭ জুলাই ২০২২ ‘জনশুমারিতে ডিজিটালাইজেশনের ব্যবহার আমাদের সক্ষমতার বহিঃপ্রকাশ’
  14. ০২:২১ পিএম, ২৭ জুলাই ২০২২ বিশুদ্ধ পানি পান করেন দেশের শতভাগ মানুষ
  15. ০২:১৯ পিএম, ২৭ জুলাই ২০২২ ২০ কোটির কথা অনুমাননির্ভর, জনসংখ্যা এখন সাড়ে ১৬ কোটি
  16. ০২:০৩ পিএম, ২৭ জুলাই ২০২২ এখনো খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করেন ১.২৩ শতাংশ মানুষ
  17. ০২:০০ পিএম, ২৭ জুলাই ২০২২ টয়লেট ব্যবহারে সবচেয়ে স্মার্ট ঢাকার মানুষ
  18. ০১:৫৭ পিএম, ২৭ জুলাই ২০২২ সবচেয়ে কম মানুষের বসবাস বান্দরবানে
  19. ০১:৪১ পিএম, ২৭ জুলাই ২০২২ দেশে ভাসমান জনসংখ্যা ২২ হাজার, অধিকাংশই পুরুষ
  20. ০১:২৩ পিএম, ২৭ জুলাই ২০২২ দেশের কোন বিভাগে সাক্ষরতার হার কত
  21. ০১:১৯ পিএম, ২৭ জুলাই ২০২২ চার দশকে জনসংখ্যার গড় বৃদ্ধি হার কমেছে ১ দশমিক ৬২ শতাংশ
  22. ০১:১৭ পিএম, ২৭ জুলাই ২০২২ বিয়ের পাশাপাশি তালাকেও শীর্ষে রাজশাহী
  23. ০১:০৯ পিএম, ২৭ জুলাই ২০২২ সংসার টিকিয়ে রাখায় শীর্ষে বরিশাল
  24. ০১:০২ পিএম, ২৭ জুলাই ২০২২ দেশে মুসলিম জনগোষ্ঠী ৯১.০৪ শতাংশ, হিন্দু ৭.৯৫ শতাংশ
  25. ০১:০২ পিএম, ২৭ জুলাই ২০২২ সবচেয়ে বেশি মানুষের বসবাস ঢাকায়
  26. ১২:৫৭ পিএম, ২৭ জুলাই ২০২২ জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকায় বেশি, কম বরিশাল বিভাগে
  27. ১২:৫৫ পিএম, ২৭ জুলাই ২০২২ দশকের হিসাবে সবচেয়ে বেশি জনসংখ্যা বেড়েছে এবার
  28. ১২:৪৯ পিএম, ২৭ জুলাই ২০২২ তৃতীয় লিঙ্গের মানুষ বেশি ঢাকা উত্তর সিটিতে
  29. ১২:৪৮ পিএম, ২৭ জুলাই ২০২২ দেশে বাসগৃহের সংখ্যা সাড়ে ৩ কোটির বেশি
  30. ১২:৪৩ পিএম, ২৭ জুলাই ২০২২ পরিবারের আকার ছোট হচ্ছে ঢাকায়, বড় সিলেটে
  31. ১২:৪০ পিএম, ২৭ জুলাই ২০২২ ঢাকা শহরের জনসংখ্যা ১ কোটি ১২ লাখ
  32. ১২:৩৮ পিএম, ২৭ জুলাই ২০২২ দেশে প্রাপ্তবয়স্কদের ৩৭ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন
  33. ১২:৩৫ পিএম, ২৭ জুলাই ২০২২ দেশে অবিবাহিত মানুষ ২৮.৬৫ শতাংশ
  34. ১২:১৬ পিএম, ২৭ জুলাই ২০২২ দেশে পুরুষের চেয়ে ১৬ লাখ নারী বেশি
  35. ১২:০৭ পিএম, ২৭ জুলাই ২০২২ দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বেশি চট্টগ্রামে
  36. ১২:০০ পিএম, ২৭ জুলাই ২০২২ দেশে বস্তিতে বসবাস করে ১৮ লাখ মানুষ
  37. ১১:৫৭ এএম, ২৭ জুলাই ২০২২ দেশে সাক্ষরতার হার ৭৪.৬৬ শতাংশ
  38. ১১:৫৬ এএম, ২৭ জুলাই ২০২২ বিবাহে এগিয়ে রাজশাহী, বিচ্ছেদে খুলনা
  39. ১১:৪৭ এএম, ২৭ জুলাই ২০২২ এক দশকে দেশে মানুষ বাড়লো ২ কোটি ১১ লাখ
  40. ১১:৩৪ এএম, ২৭ জুলাই ২০২২ জনঘনত্ব বেশি ঢাকা দক্ষিণে, প্রতি বর্গ কিমিতে বাস ৩৯৩৫৩ জন
  41. ১১:২৪ এএম, ২৭ জুলাই ২০২২ গ্রামে বাস করেন ১১ কোটি, শহরে ৫ কোটি মানুষ
  42. ১১:২০ এএম, ২৭ জুলাই ২০২২ দেশে প্রতি বর্গ কিমিতে ১ হাজার ১১৯ জনের বসবাস
  43. ১১:১৫ এএম, ২৭ জুলাই ২০২২ দেশে প্রতিবন্ধীদের অর্ধেকের বেশি পুরুষ
  44. ১১:১০ এএম, ২৭ জুলাই ২০২২ নির্ভরশীলতার হার বেশি ময়মনসিংহে কম ঢাকায়
  45. ১০:৫৪ এএম, ২৭ জুলাই ২০২২ দেশে ১০০ নারীর বিপরীতে পুরুষ ৯৮ জন
  46. ১০:৩৫ এএম, ২৭ জুলাই ২০২২ দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬