সাড়ে ৫টার পর সোহরাওয়ার্দীতে অবস্থান নিষিদ্ধ
অমর একুশে বইমেলা উপলক্ষে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার বইমেলার নিরাপত্তা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।
তিনি বলেন, এবার সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার নিরাপত্তার স্বার্থে উদ্যানে ঘুরতে আসা কাউকে বিকেল সাড়ে ৫টার পর অবস্থান করতে দেয়া হবে না। মাগরিবের পর বইমেলা ব্যতীত কাউকে উদ্যানে প্রবেশ করতে দেয়া হবে না।
সংবাদ সম্মেলনে বইমেলায় আগত লেখক, প্রকাশক ও ব্লগারদের ব্যক্তিগত নিরাপত্তা দেয়ার বিষয়টি তুলে ধরেন ডিএমপি কমিশনার। এছাড়া জননিরাপত্তা ও পুলিশের দায়িত্ব পালনে নগরবাসীর সহায়তা চান তিনি।
সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআর/আরএস/আরআইপি